জগৎ বুকে শান্তি চাইলে
কর্মের ফল ভালো,
সঠিক রাস্তায় চালাও জীবন
দেখবে তুমি আলো।
ছোট্ট জীবন কাজে লাগাও
সুন্দর করে গড়ো ,
হাসিখুশি থেকে তুমি
জীবন সুখে উড়ো।
ছোট্ট জীবনে মানুষ দেখি
স্বপ্ন দেখে চলে,
ক্ষনিকের জীবন মানুষ আজ
বন্দী মায়াজালে।
সৎ সাহস নিয়ে পথিক
সোনার মুকুট ধরে,
কর্মের মূল্য বোঝে না যারা
মরে যে অকাতরে।
সাফল্যের মুখ দেখছে যারা
কঠিন পরিশ্রম করে,
পিছন ফিরে চায়নি তারা
কর্মে আছে পড়ে।