কোরবানির ঈদ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২১-০৩-২০২১ ইং
ঈদ এলোরে কোরবানি
মনটা বলে গোরবানি
সময় নাইরে আগে।
শান্তি নাইরে এবার ঈদে
মৃত্যুর ভয়ে চলছে হৃদে
করনার ওই দাগে।
থাকবো সবাই হুঁশিয়ারি
করবো এবার করনা পারি
মানব সচেতন।
নিয়ম মেনে যাই ঈদগাহে
মিলেমিশে সব উৎসাহে
শান্তি কিছু ক্ষণ।
ঈদের নামাজ কে শেষ করে
শান্তি মনে ফিরি ঘরে
প্রভুর নামে জবাই।
উঁচু-নিচু রয় একসাথে
পিঠাপুলি সবার পাতে
মিলেমিশে সবাই।