শবে কদর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
রমজানের পবিত্র মাসে
শেষ দশ দিনের মাঝে,
বিজোড় রোজা শবে কদর
রাত্রি ধর্মের কাজে।
শবে কদর মুসলমানদের
এতটাই মূল্যবান,
এই রাতের তুলনা করলে
হাজার বছর সমান।
কদর রাত সবার জীবনে
একটিবার যেনো পাই,
পরকালে শান্তি রবে
জীবনে চিন্তা নাই।
শবে কদর যার জীবনে
একটি বার না পেলো,
তাহার জীবন ব্যথায় গেলো
মুমিন মুসলিম বলে।
হাজার রাত্রি চাইতে উত্তম
পবিত্র শবে কদর,
মুসলিম জাতি বিজোড় রাতে
খুঁজে শবে কদর।