কিপটে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-০৫-২০২৩ ইং
রফিক মিয়া এখন দেখি
অতীত নিয়ে থাকেন,
পরের বাড়িতে চিঁড়া দই
কেনো এত মাখেন।
রফিক সাহেব কিপটে বলে
বন্ধু সকল ডাকেন,
বাড়ি গাড়ি টাকা পয়সা
এসব নিয়ে থাকেন।
এই বয়সে মানব সেবায়
এবার কিছু রাখেন,
জগৎ ছেড়ে যেতে হবে
নামটা একটু ঢাকেন।
"বাংলা কবিতা স্মারক"