চুনে খুঁটি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৪-২০২৩ ইং
আমি হলাম কোটিপতি
আমায় বলে নয়,
লেখাপড়া অল্প কিছু
টাকায় বড় হয়।
পরের ধনে খবরদারী
কঠিন কি ব্যাপার,
হাতি ঘোড়া হয়েছে তল
না পেয়েছে পার।
তুই হলি চুনে খুঁটি
লোকে কয় তবে,
ছালনাই কুকুরের বাঘা নাম
কেন বলে সবে।