স্কুল খুলেছে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৯-২০২১ ইং
এবার বুঝি যেতে পারবো
রোজ সকালে স্কুলে
সবাই মিলে পাঠে বসবো
অতীত যাবো ভুলে।
হবে এবার রুটিন মাফিক
বইয়ের সাথে পড়া,
বন্ধু তোদের পাশে পাবো
লাগবে না আর মরা।
বইয়ের সাথে প্রেম হবে
আরো হবে পড়া,
স্কুল খুলে দিচ্ছে এবার
পাশে থাকবি তোরা।