খোকার খুশি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৭-০৯-২০২২ ইং
খোকা আমার রাগ করেছে
বলতে চায় না কিছু
বললাম আমি কি হয়েছে
ঘুরছে মায়ের পিছু।
মায়ের হাতে লাড্ডু দেখে
খোকা খুশিতে রয়।
বাবা বলে পড়তে হবে
খোকা বলেছে নয়।
বাবার হাতে লাঠি দেখে
পালিয়ে গেল খোকা,
বাবা বলল খোকা কোথায়
বানিয়ে গেল বোকা।
তোমার হাতে লাঠি দেখে
খেতে পারল না আর,
খোকা বলে পালিয়ে যাই
বাবা দিবেতো মার।