খোকার ঈদ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৭-২২ ইং
বছর ঘুরে আবার এলো
খোকার মনে খুশি,
খোকার নাচে মায়ের মুখে
লেগে থাকে হাসি।
খোকা বলে শোনা বাবা
যাবো আমরা মাঠে,
কিনে দিবে হাতি ঘোড়া
চড়ে ঘোড়ার পিঠে।
বাবা বলে শোনো খোকা
দেবো তোমায় কিনে,
দাদুর সাথে করবে খেলা
রাতে কিংবা দিনে।
খুশি মনে দাদুর কাছে
খোকা এসে বলে,
দুজন মিলে যাবো আমরা
দূর দেশেতে চলে।