বেঁচে থাকার আশায় মানব
ছুটে চলে কাজে,
ভয় করে না রোগ বালাই কে
ঘুরে কাজের খোঁজে।
ক্ষুধার জ্বালা কি যে কষ্ট
ক্ষুধার্ত ব্যক্তি বুঝে,
ধনির দুলাল বুঝবেনা তা
নেই সে ক্ষুধার মাঝে।
শতো কষ্টের মাঝে থেকে
হাসতে জানে তারা,
শতো অপমান হজম করে
হয়না দিশে হারা।
কষ্ট আমার চলার সাথী
কষ্ট নিয়ে বাঁচি,
সবাই ছেড়ে চলে গেছে
কষ্ট নিয়ে নাচি।
পরিশ্রমে যে ধন আনে
কর্মের শেষে হাসে,
সংসারের হাসি দেখলে তার
চোখের জলে বাসে।