তুমি হয়তো দশ টাকা দিয়ে
করছো কতো খেলা,
টাকার কারণ কত মানুষের
না খেয়ে যায় বেলা।
শীতের রাতে কম্বল ছাড়া
এই আকাশের নিচে,
একবার এসে দেখো তোমরা
কেমন করে বাঁচে।
কতো দিন যে না খেয়ে
দানা নাহি পড়ে,
খিদের জ্বালা থেকে তাদের
চোখে অশ্রু ঝরে।
টাকার নিচে শুয়ে থাকি
শান্তি পাই না ঘরে,
আকাশ নিচে ঘুমায় যারা
কতো কষ্ট করে।
মনের শান্তি বড়ো শান্তি
টাকায় যায় না মিলে,
ওদের দিকে চেয়ে দেখো
শান্তি পাবে দিলে।