বৃষ্টির খেলা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-১০-২০২২ ইং
সব বৃষ্টির কি ভালবাসার
চরিত্র খুঁজে পায়,
কিছু আবেগ হৃদয় মাঝে
শুধু ছন্দ মেলায়।
বৃষ্টির দিনে পাশে থেকে
যতই হওনা ছাতা,
হাত ধরে বৃষ্টিতে ভিজে
লেখা ডায়রির পাতা।
তাই বলে কি প্রেম হয়েছে
রিনিঝিনি ছন্দে,
মনটা আজকে নেচে উঠে
অচেনা আনন্দে।
মিথ্যা হলেও ছাতা হয়ে
মাথার উপরে থাক,
অঝোর ধারায় মেঘের দলে
কষ্ট গুলো কে ডাক।
তোকে পেয়ে বৃষ্টির খেলা
শৈশব দিচ্ছে দোলা,
অনুভূতির চাওয়া পাওয়া
হৃদয় মাঝে তোলা।