কালো টাকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৬-২০২১ ইং
পরের টাকায় পাহাড় গড়ে
পড়বে একদিন ফাঁদে,
সেদিন তুমি কূল পাবে না
মনটা তোমার কাঁদে।
জ্ঞানী হয়ে মূর্খ মতো
তোমার কাজটা চলে,
পারের তরী সময় মতো
পাবে তুমি বলে।
কালো টাকার দরজা একদিন
তুমি রাখবে খুলে,
তোমার ঘরে ঢুকে সেদিন
তোমায় নিবে তুলে।
পরের রক্ত চুষে তুমি
অর্থ জমা করে,
তোমার ভয়ে দিচ্ছে টাকা
তোমার ঘরে ভরে।
মামার ক্ষমতা আছে বলে
ভালো দিনে যাচ্ছে,
মানুষ রুপি শয়তান যারা
গরিবের হক খাচ্ছে।
দেশের মানুষ শান্তি চাইলে
এদের কলার ধরো,
চেয়ার থেকে ফেলে দিয়ে
সত্য সমাজ গড়ো।