খোকা-খুকি দুজন মিলে
ফুল তুলিতে যায়,
বড় দাদার বিয়ে হবে
ফুলের মালা পায়।
কতো দিন পেরিয়ে গেলো
দাদা আসে নাই,
খোকা তখন মাকে বলে
দাদার দেখা চাই।
বলবো আমি ও দাদা ভাই
দাদিকে এনে দাও,
দাদি হবে খেলার সাথী
এবার তুমি যাও।
হাসি খুশি থাকবে ভরে
আমাদের এই ঘর,
সুখে দুঃখে থাকবো মিলে
হবো নাতো পর।