কাঁদবি সারা-ক্ষণ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-১২-২০২২ ইং

বলনা রে তুই তোর প্রেমে কি  মায়া ছিলো হায়,
তোর প্রেমেতে পড়ে এখন বাঁচা বড় দায়।

তোকে ছাড়া চাইনি কিছু ভাবিনি তো দুই,
পাহাড় সমান দুঃখ আমার বলনা কোথায় থুই।
বলনা রে তুই তোর প্রেমে কি  মায়া ছিলো হায়,
তোর প্রেমেতে পড়ে এখন বাঁচা বড় দায়।


পাষান বন্ধু বলনা রে তুই তোর কি মনে হয়,
আমার মত অশ্রু জলে সাগর নদীর বয়।
বলনা রে তুই তোর প্রেমে কি  মায়া ছিলো হায়,
তোর প্রেমেতে পড়ে এখন বাঁচা বড় দায়।


কোন বাগানে ফুল রে এখন কোন বাগানের রয়,
এত সাধের জীবন আমার তিলে তিলে হয়রে ক্ষয়।
স্বার্থলোভী মেয়েরে তুই নাইরে কোনো মন,
বুঝবি যেদিন খুঁজবি আমায় কাঁদবি সারা-ক্ষণ।
বলনা রে তুই তোর প্রেমে কি  মায়া ছিলো হায়,
তোর প্রেমেতে পড়ে এখন বাঁচা বড় দায়।