ভয়ে আমার বুকটা কাঁপে
সঙ্গে নিতে তোমায়,
কাবিন নামা কোথায় আছে
খুঁজতে হবে আমায়।
কোন জায়গাতে যাবে দেশের
ঠিকানা দিওনা ভুল,
দুষ্ট দলের কবলে পড়লে
খুজে পাবে না কূল।
আঠার মতো লেগে আছে
দুষ্টু কিছু লোকে,
সুযোগ পেলেই ছোবল দিবে
তোমার ঘরে ঢোকে।
জ্ঞানী লোক অল্পতে বুঝে
সত্য কথা গুলো,
কথা গুলো বুঝতে গিয়ে
চোখে দেখো তুলো।
প্রকৃতিকে দেখতে বলো
কার না চায় মনে,
আমার বেলায় দোষ শুধু
কষ্ট আমার প্রাণে।
কাজির খোঁজে যাবো এবার
আনবো কাবিন নামা,
কত বছর চলে গেছে
ঠিকানা নাই জানা।