যতো কষ্ট হয়
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০৮-২০২১ ইং
যত্ন করে পুষে মোদের
থাকুক যতো দুখ,
স্বার্থ ছাড়া ভালো বেসেছে
চায় না তারা সুখ।
সুখের দিনে দুঃখের দিনে
পাই তাঁদের রোজ।
জগৎ মাঝে আপন যারা
রাখি তাদের খোঁজ।
বটগাছের যত্ন করো
সময় পাবে আর,
চলে গেলেই বুঝবে তুমি
কেউ করেছে পার।
ভালো কাজের তারাই খুশি
পিতা-মাতাই জান।
প্রভুর কাছে এক চাওয়া
রাখবো তার মান।
বিপদ এলে সাহস দিবে
থাকবে নাতো ভয়,
তোমার সুখে তাদের সুখ
যতো কষ্ট হয়।
পিতা-মাতার যত্ন করো
সুযোগ পেলে ভাই,
তাদের খুশি প্রভুর দয়া
যদি একটু পাই।