যৌবন কাল
মোঃ বুলবুল হোসেন

ছেলের বয়স চব্বিশ হলে
মেয়ের সাথে জুড়ি,
আমলনামা দেখবে শেষে
ভর্তি পাপের ঝুরি।

বয়স হলে সমাজ জীবন
কর্মে পাপে ভরা,
যৌবন কালে পাহাড় ভাঙে
ইচ্ছে জীবন জরা।

সময় মতো বিয়ের মাঝে
পাপ মোছনের বর্ম,
যুবক সমাজ সময় থাকতে
মেনে চলো ধর্ম।

দিনের পথে এসো তোমরা
বিয়ে প্রভুর খুশি,
প্রভাব  থাকতে মরলে তুমি
প্রভুর কাছে দূষি।

সময় থাকতে সাবধান সকল
কেনো করো দেরি,
পিতা মাতা হয় না যেনো
তিরস্কারের বেড়ি।