আমরা শিশু বীরের সন্তান
বীর বাঙালির দল,
সবার সাথে চলি মোরা
বুকে আছে বল।
দেশের জন্য জীবন বাজি
বাংলার হবে জয়,
আমরা শিশু শিখে গেছি
মনে নেই তো ভয়।
আমরা শিশু ভাঙতে পারি
লোহার ঐ কপাট,
আমরা শিশু বাংলার যোদ্ধা
বাঘের নেয় দাপট।
লাখো শহীদ দেশের টানে
জীবন করছে ক্ষয়,
সাহস আছে ছুটে চলার
দেশের হবে জয়।