জয়গান
মোঃ বুলবুল হোসেন
০২-০৭-২০২১ ইং
আমি বাংলাতে গেয়ে যায়
মানবতার জয়গান,
আমি বাঙালি তাই বাংলার
হবে না অপমান।
আমি আবেগ তাই হবোনা
মায়া জালে বন্দি,
অগ্নিশিখায় পুড়ে দিবো
মন্দ কাজের ফন্দি।
আমি দূর্বল ভয় করিনা
ভেঙে করব চুরমার,
অন্যায়ের হাত ভেঙে ফেলো
করে দাও ছারখার।
মনুষত্বহীন কাপুরুষ
তাই মানুষ অনাহার,
ঘুষ আমি আর খাবো না
মন্দ কাজ পরিহার।
আমি ভন্ড কে ধ্বংস করে
ভালো কাজের উৎসুক,
আমার খেয়ে আমার পরে
ধ্বংস করি হিংসুক।
আমি হীন থাকিনা যতো
ভালো কাজে সঙ্গ।
পরের কাজে ঝাঁপিয়ে পড়ি
দেখাও যতো রঙ্গ।
আমি প্রশাসন সত্য বুকে
জনগণের রাজা,
পেলে কাছে বুঝবে তুমি
কেমন লাগে সাজা।
আমি পঙ্গু চলতে পারিনা
লাঠি নিয়ে হাঁটি,
তাই বলে কি থেমে থাকবে
সত্যের সেই লাঠি।
ভাঙতে পারি লোহার কড়াই
একাত্তরের বাঙালি,
আমি সংগ্রামী থেমে নাইরে
প্রিয় পুরুষের উৎসাহী।