জয়
মোঃ বুলবুল হোসেন

বীর বাঙ্গালী জগৎ জানে
কিসের আবার ভয়
ভাইয়ের রক্তে এই পতাকা
আমার পরিচয়।

এই দেশকে ভালোবেসে
জীবন দিবো হেসে হেসে
ভয় করিনা
বুলেট বোমা
যদি যুদ্ধে যেতে হয়।

আমার দেশে গাছে জলে
বীর শহীদের কথা বলে
শফিক জব্বার
আমাদের ভাই
তাদের ভোলার নয়।

আমাদের দেশ দখল নিতে
শত্রু আসে হানা দিতে
একতা শক্তি
একতাই বল
ছিনিয়ে আনবো জয়।