খোকন সোনা টুঙ্গিপাড়া
মায়ের কোলে হাসে,
মিষ্টি হাসি দেখে মায়ে
হৃদয় সুখে ভাসে।
খোকন সোনা কোমল হৃদয়
দেশের কাজে ছিলো,
প্রিয় দেশ কে ভালোবেসে
গর্জে উঠেছিলো।
খোকন সোনার প্রানে শুধু
মুক্তির গানে বাজে,
সোনার তরী বেয়ে খোকা
বিজয় সকল কাজে।
খোকন সোনা সবার মনে
বাসা বেঁধে ছিলো,
খোকন সোনা দেশ মানুষের
ছিলো হিরের আলো।
খোকন সোনার জীবন নদী
সর্বোতো বহমান,
খোকন সোনা জগৎ প্রিয়
শেখ মুজিবুর রহমান।