কলম তুমি লিখে চলো
সত্যর বাণীর পক্ষে,
বিপদ আভাস পেলে তুমি
এগিয়ে দাও বক্ষে।
তোমার আইন থাকে যেনো
ইসলাম ধর্মের পক্ষে,
শত বাধা আসলে পরে
প্রভু তোমার রক্ষে।
ধর্মের জন্য যুদ্ধ করো
শহীদ হওয়ার লক্ষে,
যুদ্ধ ক্ষেত্রে শহীদ হলে
জান্নাত তোমার পক্ষে।