যুব সমাজ তোমার দিকে
চেয়ে আছে দেশ,
অন্যায় পথ রুখে দাও
বেঁচে যাবে দেশ।
যুব সমাজ গর্জে ওঠো
দেশে পাবে কুল,
ক্ষমতার জোরে করছে ওরা
পায় না যেন ত্রিকুল ।
হিংসা বিবাদ করো তুমি
এটা খারাপ কাজ,
মানবতা চলে গেছে
দেখি খারাপ সাজ।
ধমক দিয়ে টাকা আদায়
এটা নয়তো সুখ,
বুদ্ধি খাটিয়ে কাজ করো
কাজে পাবে না দুখ।
তোমার জ্ঞান কাজে লাগিয়ে
ভালো মানুষ হও,
মহাজ্ঞানের অধিকারী
সকলের দোয়া লও।