সুখের জীবন
মোঃ বুলবুল হোসেন
তারিখ:- ২৭-০২-২০২৩ ইং
ভুলতে চাইলে যায় না ভুলা
জীবনের ব্যর্থতা,
দুঃখটা কে ভুলে যাবো
হলে সার্থকতা।
ব্যর্থতাকে শিক্ষা ভেবে
যাও সামনে এগিয়ে,
চলার পথে বাঁধা আসবে
থাকবে না দাঁড়িয়ে।
ভালো পথে রুজি করো
আলোর দিকটা দেখাও,
হয়তো একটু কষ্ট হবে
উজ্জল জীবন ভাসাও।
দুঃখের সুখের জীবন নিয়ে
স্বপ্নগুলো গড়া,
সকল কিছু মানিয়ে হয়
সুখের জীবন ভরা।