জীবন তরী চলছে ছুটে
মাঝি বৈঠা ধরে,
টাকার মোহে অন্ধ হয়ে
চলে সবাই আঁধারে ।
সময় আমার থেমে যাচ্ছে
জীবন নদীর কূলে,
স্বার্থের টানে অন্ধ হয়ে
মৃত্যু কে গেছি ভুলে।
ভালো-মন্দ হয় না বোঝা
চাই যে সম্পদ হীরে,
নামাজ-রোযা গেছি ভুলে
সকল কাজের ভীড়ে।
জীবন তরী কূলে এসে
একদিন থেমে যাবে,
সঙ্গে নাহি কিছু দিবে
নিবে সব হিসাবে ।
সময় থাকতে হয়নি সাধন
শেষে খালি হাতে,
জগতের ধন পড়ে রবে
কিছু নাইরে সাথে।