জীবন কতো দামি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০১-২০২২ ইং
কি যাদু করিলা বন্ধু
মনটা তোমার দ্বারে,
যেও না চলে বন্ধু তুমি
ফেলে অন্ধকারে।।
তোমায় কাছে পেলাম বন্ধু
শত কষ্টের পরে,
পূর্ণিমার চাঁদ হাতে পেলাম
নিলাম আপন করে।
মাতাল হাওয়া বলি তোমায়
সাজাতে চাই তারে।।
তোমায় ছেড়ে চায়না থাকতে
এই জীবনে আমি,
হিসাব কষে দেখি যখন
জীবন কতো দামি।
তখন কেনো পালিয়ে যাও
ফেলে এই আমারে।।