জীবন ক্ষণস্থায়ী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩১-০১-২১ ইং
মানুষ আমরা সুখের আশায়
ভাবি ইহকাল,
জগৎ ছেড়ে যেতে হবে
পাবে পরোকাল।
জগৎ মাঝে সবার জীবন
জানি ক্ষণস্থায়ী,
মৃত্যুর পরে সবার জীবন
হবে চিরস্থায়ী।
সকল বিষয় জেনেও মানুষ
নিজ কাজে ব্যস্ত,
টাকার নেশায় মানব আমরা
দরি আজ অস্ত।
রং-তামাশায় দিনে রাতে
হয় নেশার ঘরে,
দুই দিনের এই দুনিয়াতে
সব থাকবে পড়ে।
জগৎ বুকে চায় সবাই
একটু খানি সুখ,
ভালো কাজ না করলে
পরোকালে দুুখ।
ভালো কাজে থাকবো মোরা
সুখে পরোকাল,
মাফ করে দাও প্রভু তুমি
সুখ অনন্তকাল।