হায়রে জীবন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৭-২০২২ ইং
বিবাহিত জীবন অশান্তি
তালাকে মিটমাট সব,
ঝামেলার জীবন থেকে
রক্ষা করেছে রব।
অবিবাহিত ভাবনায় দিন
এখন কি আর কাটে,
যদি পেতাম সঙ্গে একজন
জীবন চলতো ছোটে।
ধনী বলে একটু শান্তি
কোথায় যাবে পাওয়া,
বিষন্নতায় এই জীবনে
না হয় কোথাও যাওয়া।
গরিব বলে টাকা কড়ি
মিলে কি আর পথে,
জীবনের ঐ চাওয়া পাওয়া
মিলে যাবে অর্থে।
শিশু বলে হবো বড়
এভাবে কি চলে,
সবাই আমার ডাকে এখন
ছোট ছোট বলে।
যুবক বলে যাবো আমি
ফেলে আশা দিনে,
শৈশব জীবন ভালো ছিল
জীবন আজ ঘিনঘিনে,
যন্ত্রণার এই জীবন আমার
সন্তান ছাড়া ভালো,
একটি সন্তান পেতাম যদি
জীবন হয় কি কালো।
চাকুরীজীবি বলে সে
ভালো ছিলাম আগে,
ফেলে আশা স্মৃতি গুলো
এখন মনে জাগে।
বেকার বলে সোনার হরিণ
ঐ চাকুরী হবে,
সবার বোঝা এখন আমি
মানুষ হবো কবে।
সেলিব্রেটি বদ্ধ ঘরে
খোলে না আর দোর।
এখন সে তো পহর গুনে
কখন হবে ঐ ভোর।
এই জগতে মৃত্যু ছাড়া
শেষ হবেনা ইচ্ছা,
যা পেয়েছি তাই প্রশান্তি
নয়তো কিন্তু মিছা।