যান্ত্রিক জীবন
মোঃ বুলবুল হোসেন

আমি নব্বই দশকের একটি গ্রাম চাই
যেখানে থাকবে না কোন যানজট শব্দদূষণ
যেখানে বিদ্যুতের কোন বালাই নাই
হারিকেন জ্বালিয়ে সমস্ত কাজ করবো ভাই।

থাকবে না কোন ব্যাটারি ও পা চালিত রিক্সা
যেখানে যাতায়াত করতে থাকবে গরুর গাড়ি
থাকবে না মোবাইলের কোন নেটওয়ার্ক
ছোট্ট একটি গ্রামের বাড়ি।

প্রকৃতির সাথে বসে কথা বলবো
প্রকৃতি আমার কথা তাল মিলিয়ে যাবে।
থাকবে গোয়াল ভর্তি গরু, গরুর খাঁটি দুধ
শিশুরা শুনবে মায়ের মুখে ঘুমপাড়ানি গান
মধুর কন্ঠে শান্ত হবে ।
সকালের নাস্তা মুড়ি পানি ভাত কাঁচামরিচ
দেখবো গ্রামের সহজ সরল মানুষের মিষ্টি হাসি।
এই যান্ত্রিক জীবনকে কিছুদিনের জন্য ছুটি দিবো তারে।