জাইগ্যা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৩-২০২৩ ইং

মনের মানুষের লাইগ্যা
খুঁজে বেড়াই  ভাইগ্যা।
লোকে বলে হাঁদারাম
আমি লই তোর নাম।

প্রেমের ডোরে
বাঁধবো তোরে।
বলস তুই মাইগ্যা
কত রাত জাইগ্যা
এখন কস থাইগ্যা।