হলুদ পাখি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
আমার বাড়ির গাছের ডালে
হলুদ রঙের পাখি,
হলুদ পাখি বেজায় চালাক
সবাইকে দেয় ফাঁকি।
একটুখানি বিপদ দেখলে
করে যায় নানান ছল,
চতুর্দিকে তাকিয়ে ছুটে
আছে সাহস বল।
খোকা বলে খাইতে দিবো
তোমায় প্রজাপতি,
হলুদ পাখি গান গেয়ে যাও
কমাও তোমার গতি।
তাই না সোনে হলুদ পাখি
দিয়ে যায় চ্যাঁচানি,
খোকন সোনা হেসে বলে
স্বভাব নাই প্যাঁচানি।