হইচই


খোকা বাবু কেমন করে
আজ করছে হইচই,
সকল আবদার পূরণ করে
খোকার সাথী হই।

খোকার নাচে মগ্ন হয়ে
করছি শুধু ধ্যান,
খোকার কাছে শিখতে হবে
নতুন কিছু জ্ঞান।