হিসাবের খাতা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-১০-২০২২ ইং
পিছনের দিন ফেলে এসে
বর্তমান ভাবি আজ,
হিসাব খাতা কষে দেখি
বাকি পুরনো কাজ।
ভাঙ্গা গড়া এই জীবনে
হয়েছে এক যুগ পার,
হয়তো তার ব্যবসা ছিল
স্বপ্ন ভাঙ্গা বারবার।
তুমি ছিলে দক্ষ কারবারি
এক হিসাব রক্ষক,
পিছন হিসাব ফেলে দিয়ে
সামনে সত্য শিক্ষক।
বন্ধু তুমি জানো না আজ
এই জীবনের মানে,
বুঝবে যখন বেলা শেষে
লাভ কি চলে ডানে।