হাঁস
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৯-২০২২ ইং
পুকুর জলে হাঁসের ছানা
যাবে না সে নাইতে,
গরম জলে ভয় লাগে যে
মন চায় না যাইতে।
এই গরমে কষ্ট করে
পুকুর ঘাটেতে যায়,
মাঝ পুকুরে নেমে তারা
দৌড়ে ওঠেছে নায়।
গরম জলে পা পুড়েছে
কেমনে যাবে বাড়ি,
কোথায় গেলে মা জননী
তোমার সাথে আড়ি।
এসো মাগো আমায় নিতে
পুকুর ঘাটে চলে,
তুমি বিহীন এতিম মোরা
পাড়ার লোকে বলে ।