হারিয়ে গেছে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৫-০৫-২০২১ ইং

স্রোতের মতো জীবন ধারা
গেছে বন্ধু শত,
আসা যাওয়া ভিড়ের মাঝে
আছে বিশেষ কত।

বাস্তব জীবন রোদ আর বৃষ্টি
ফেলে আসা স্মৃতি,
কষ্ট শেষে নতুন ভোরে  
কত স্মৃতির  ইতি।

আসা-যাওয়া জগৎ মাঝে
কত বন্ধু স্বজন,
হৃদয় মাঝে গাঁথা আছে
প্রানের বন্ধু কজন।

ছুটে চলা স্রোতের মাঝে
বিশেষ কিছু  তাতে,
সময় স্রোতে হারিয়ে গেছে
স্বজন দিনে রাতে।

আসা-যাওয়া জগৎ ভীড়ে
কেউবা পরোপারে,
রং তামাশার স্মৃতির পাতা
ভাসে বারেবারে।

জগৎ সংসার  জীবন বাজি
ঝাপ দেওয়া  সাগরে,
বেলা শেষে ক্লান্ত পথিক
রয়  বন্ধুর বন্দরে।

মান অভিমান দূরে ফেলো
দিন চলছে গড়িয়ে,
প্রভুর হুকুম পালন করো
মায়া থাক ছড়িয়ে।