মধুর হাড়ি
মোঃ বুলবুল হোসেন
ঈদের দিনে বাড়িতে এলো
আমার তিন মেয়ে,
আসবে তারা বসে ছিলাম
পথের দিকে চেয়ে।
তাদের দেখে বাড়ির সবে
মনে শান্তি পায়,
তিন জামাই নিয়ে শশুর
একত্রে বসে খায়।
বড় জামাই ইলিশ এনে
শশুর খুশি করে,
মেজো জামাই মধুর হাড়ি
মিষ্টি বেয়ে পড়ে।
স্বামীর বাড়ি ছেড়ে মেয়েরা
এলো বাবার ঘরে,
খুশিতে দেখো বাবা মায়ের
অশ্রু ঝরে পড়ে।
চাচার বাড়ি গল্প করে
কাটিয়ে দিবে রাত,
ঈদের রাতে পিঠা বাহার
রঙিন হবে ভাত।
তোরা এসেছে বলে আমার
খুশির সীমা নাই,
যতো দিন থাকবি তোরা
মনটা নাচে তাই ।