ঘোড়ার দৌড়
মোঃ বুলবুল হোসেন


ঘোড়ার দৌড়ে দ্রব্যমূল্য
বাঁচা বড় দায়,
মধ্যবিত্ত মানুষ কাঁদে
বলে হায়রে হায়।

অল্প টাকা মাইনে পেয়ে
কষ্টে চলে দিন,
এক বেলাতে খেতে পারবে
পেলে সুখের হিন।

পোলাও মাংস দূরের কথা
কাঁচা সবজির দাম,
আটা চাউল কিনতে ঝরে
গরিব দুঃখীর ঘাম।

কর্তাবাবু ফায়দা লোটে
রাতে হয় না ঘুম,
দুর্বলে যায় পেটের দায়ে
বাজনা সুখের ধুম।

দোকানদারে মজুত করে
তাইতো সংকট হয়,
কৃত্রিম খরা  তৈরি করে
হারাম টাকা লয়।