গরুর গাড়ি,
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৫-১১-২০২২ ইং

আগের দিনে আমার গায়ে চলতো গরুর গাড়ি,
সেই গাড়িতে গায়ের বধু যেতো বাপের বাড়ি।
কাঠের চাকায় চলতো গাড়ি রঙিন ছঁই তুলে,
রঙিন শাড়ি পড়ে বধু চলত হেলে দুলে।

সবুজ মাঠে সোনার ফসল আনবে কেটে  বাড়ি,  
চাষী ভাইয়ের সোনার ফসল আনবে গরুর গাড়ি।


গাড়ীর পরে ভর সওয়ারী  আপন জনের সাথে,
মাঠের পরে মাঠ পেরিয়ে আপন ঘরে যেতে।
সাদা মনের মানুষ ছিলো মুখে জারি সারি,
দূর দুরান্তে পাড়ি দিতেন গ্রামের গরুর গাড়ি।।
আগের দিনে আমার গায়ে চলতো গরুর গাড়ি,
সেই গাড়িতে গায়ের বধু যেতো বাপের বাড়ি।


আধুনিক যুগে আরতো এখন যায়'না বেশি দেখা,
মনের মাঝে এখন শুধু গরুর গাড়ির রেখা।
আগের দিনে আমার গায়ে চলতো গরুর গাড়ি,
সেই গাড়িতে গায়ের বধু যেতো বাপের বাড়ি।