গরম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০৫-২০২১ ইং

যায় না থাকা  ঘরের ভিতর
ছুটে চলি বাহিরে,
গাছের আজ পাতা নড়ে না
আরাম কোথাও নাইরে।

মানুষ গুলো দাঁড়িয়ে যায়
বিচুন হাতে নিয়া,
কেমন করে চলবে জীবন
গরম পারি দিয়া।

ছায়ার মাঝে ঘামে ভিজে
বলবো কাকে গিয়া,
আমার মতো সবার জীবন
রোদের  ভিতর দিয়া।

সবার মুখে একই কথা
গরমে যাবো মরে,
প্রভু তুমি রক্ষা করো
এই জগতের পরে।