জন্মদিন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-১২-২১ ইং
জন্মদিনে পাশে পেয়ে
আমি আত্মহারা,
তোরা ছিলি তোরাই থাকবি
বন্ধু স্বজন যারা।
মায়াবী মুখের হাসিতে
কচি হাতের পরশে,
অজানা এক সুখের মাঝে
মঝে প্রীতিরসে।
দেবার মতো নেই কিছু আর
পকেট শূন্য আমার,
কিছু স্নেহ পেয়ে ধন্য
বেলা শেষে আবার।
শত স্মৃতি জমা পাতায়
এখনি বলে যাই,
মরে আমি ওমর হবো
তোদের ভাষাতে পাই।