রঙের ঘুড়ি
মোঃ বুলবুল হোসেন

তুমি চাইলে সকাল দুপুর
হতে পারে সন্ধ্যা,
তুমি চাইলে গোলাপ হাসে
আরো রজনীগন্ধা।

তুমি চাইলে তাঁরার মেলা
সাথে রুপালী চাঁদ,
তুমি চাইলে ভাঙতে পারি
শতো কোটি ফাঁদ।

তুমি চাইলে রংধনু সাজ
আকাশের বুকে নীল,
তুমি চাইলে পাখির মেলা
ময়না টিয়া গাঙচিল।

তুমি চাইলে প্রখর রোদে
হতে পারি ছায়া,
তুমি চাইলে জীবন বাজি
তোমার জন্য মায়া।

তুমি চাইলে বৃষ্টি ঝরে
হয় কালবৈশাখী ঝড়,
তুমি চাইলে প্রাসাদ ছাড়ি
রঙের ঘুড়িটা পর।