হঠাৎ আমার প্রশ্ন জাগে
ঐ চাঁদ ডুবেডুবে,
সূর্য কেনো পূর্ব উঠে
পশ্চিমে যায় ডুবে।
নদী কেনো ছুটে চলে
আপন গতি মেনে,
পাখি কেনো গান গেয়ে যায়
মিষ্টি মধুর টানে।
ফুলে কেনো গন্ধ তাহার
ছড়ায় সবার মাঝে,
এতো কিছু দেখে মনে
আবার প্রশ্ন জাগে।
সুন্দর এই সৃষ্টির মাঝে
নেই তো কোন ভুল,
তবে কেন মানুষের মাঝে
এতো যে গন্ডগোল।