ঘুমের ঘরে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-০৪-২২ ইং
আজ কতদিন পরে তোমার দেখা পেলাম
তুমি আসতেই জিজ্ঞাসা করলে আমি কেমন আছি। তোমার মায়া ভরা মুখটি দেখে
ভুলেই গেছিলাম
তোমার প্রশ্নের উত্তর দিতে আমি।
সত্যি তুমি কি এখনো আমায় ভালোবাসো
তোমার মায়াভরা মুখটা দেখে মনে হয়নি
এক মুহূর্তের জন্য তুমি আমায় ভুলে গেছো।
আজ এক যুগ পরে তোমায় দেখতে পেয়ে
সত্যি মনের মধ্যে আনন্দ উপলব্ধি করলাম।
এটা বলার ভাষা খুঁজে পাইনি
যদিও তুমি ঘুমের ঘরে এসেছিলে ।
তবুও মনে হয় তুমি আমার কাছে ছিলে
জানো এখন আর তোমায় মনে করে
চোখের জল ফেলি না।
যে ছেলেটা এক মুহুর্ত তোমায় না দেখে
থাকতে পারতো না ।
যে ছেলে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পারতো
আজ সে একা চলতে শিখে গেছে ।
জানো এখন আর ঘুমের ওষুধ খেতে হয় না
বুকের ভিতর ঐরকম শূন্যতা মনে হয়না ।
এই ভেবে যে তুমি তো ভালো আছো।
জানো মানুষ যেমন অভ্যাসের দাস
তেমনি অভ্যাস মানুষের দাস।
যে ছেলেটা শুয়ে বালিশ ভিজিয়ে দিতো
চোখের জলে আজ শিখে গেছে।
বাস্তবতার সামনে এসে।
জানিনা তুমি কেমনে এক যুগ পার করে দিলে
যে তুমি একটা মুহূর্ত আমায় না দেখে
থাকতে পারতে না ।
আজ দিব্যি একযোগ কাটিয়ে দিলে তুমি
ভালো থেকো তোমার প্রিয় মানুষ গুলো নিয়ে।
জানো আমি কষ্ট পাবো সেই দিন
যেদিন শুনবো তুমি সুখে নেই।