আসবে কবে বীর সৈনিক
দেশে আজ অরণ্য,
শকুনের দল ছিঁড়ে খাচ্ছে
এটা নয় জঘণ্য।
নিয়ম কানুন নামে চলে
শক্তির বেড়াজালে,
ঘুমিয়ে কাটবে আর কত কাল
হবে কি শেষ ভ্যাজালে।
অপরাধীকে ধরিয়ে দাও
আইনের হাতে তুলে,
তাহলে যদি ঠিক হয়ে যায়
শান্তি থাকবে অঞ্চলে।
সকল শ্রেণি মানুষ গুলো
যদি একত্রে পেতাম,
শকুনের দল পালিয়ে যেত
সুন্দর জীবন গড়তাম।
মানুষ রুপি শয়তান ওরা
বলার মতো কেউ নাই,
লজ্জা শরমের মাথা খেয়ে
যা ইচ্ছে করে ভাই।