জীবন মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ 26-11-2021 ইং
জীবন মানে ছুটে চলা
থাকবে কিছু ছন্দ,
মনের দুয়ার থাকবে খোলা
পাই যদি আনন্দ।
আজকে রাজা কালকে ফকির
করছো বাড়িগাড়ি,
সুখের আশায় চাই না টাকা
যাবে জগৎ ছাড়ি,
ভালোবেসে বুকে নাওনা
ভুলে সকল দ্বন্দ্ব।
মিলেমিশে থাকব মোরা
স্বপ্নই একই দিশে,
দশের লাঠি একের বোঝা'
কষ্ট বলো কিসে।
সুখ পাখি আজ খুজে নিবো
নাইরে দ্বিধা দ্বন্দ্ব।