গীবত যার স্বভাব অন্তর ময়লা,
তেলে হয় এর কাজ ভিতরে কয়লা।
মিথ্যা বলার স্বভাব মনে হয় সত্যি,
এর ফাঁদে পরিও না বলি তিনসত্যি।
এর চেয়ে ভয়ংকর মানুষ কি হবে,
আঠার মত লেগে থাকে অক্ষতভাবে।
গীবত ব্যক্তির মনে যে খারাপ চিন্তা,
সমাজ কে নষ্ট করে রাখে নাতো আস্তা।
মনুষ্যত্ব বলে কিছু নাই যে জীবনে,
বিবেক তাদের হারিয়ে গেছে অজ্ঞানে।
গীবতকারী গীবত করাই স্বভাব,
এদের মধ্যে রয়ে গেছে পশুস্বভাব।
গীবতকারী থেকে দূরে আমরা থাকবো,
এই লোকের আমরা মুখোশ খুলবো।