গাঁয়ের খোকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০১-২০২৩ ইং
এই গাঁয়েতে জন্ম আমার
গাঁ কে ভালোবাসি,
কাঁদামাটির গন্ধ পেলে
প্রাণটা খুলে হাসি।
পাকা ফলের গন্ধ পেলে
হারিয়ে যাই বনে,
প্রকৃতির সাথে বলবে কথা
খোকার ইচ্ছে মনে।
খোকা খুকি শাপলা তুলে
কুমড়ি বিলের জলে,
জাতীয় ফুল হাতে নিয়ে
খোকার মনটা গলে।