জ্ঞানের আলো
মোঃ বুলবুল হোসেন
চলার পথে ময়লা ফেলে
চলো এখন ছুটে,
সবার সেরা মানব জাতি
জ্ঞানের আলো টুটে।
দিনের আলো আঁধার কেনো
জীবন চলে ঘুরে,
পরের ধনে খবর দারি
সারা জীবন জুড়ে।
ন্যায়ের পথে চলতে হবে
কর্ম করো ভালো,
খারাপ পথে বাঁধা আসবে
মনটা হবে কালো।
সঠিক হয়ে সমাজ মাঝে
ন্যায়ের কথা বলো,
বিপদ দেখে ভয় করো না
সামনে দিকে চলো।
শত কষ্টে মাঝেতে থেকে
সবার তরে সুখে,
দেশের মাঝে প্রেমের ছোয়া
থাকবে নাতো দুখে।