গাঁজন নষ্ট
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-১১-২০২১ ইং
পায়না যতো ফোপায় ততো
ভাবে অনেক মূল্য,
তাই বলে কি হয়েছে সে
ভালো মনের তুল্য।
টাকার জোরে বলছে কথা
ভাবে কতো উচ্চ,
ভালো মন্দের ধার ধারেনা
সবি যেনো তুচ্ছ।
বেশি কথায় গাঁজন নষ্ট
হারিয়ে যায় ছন্দ,
দুষ্ট লোকের মিষ্টি কথায়
লাগিয়ে দেয় দ্বন্দ,
মিথ্যা টাকে সত্যি বলে
বলে যায়রে গল্প,
দর্শক বিহীন বক্তৃতা দেয়
বলে বেড়ায় অল্প।
জ্ঞানী লোকের কথা কমে
অজ্ঞানে হয় গন্য,
জ্ঞানী লোকের কদর বোঝলে
কাঁদবে জ্ঞানের জন্য।