ফোরাত নদীর তীরে
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০৮-২০২০ ইং
দিন কাঁদে রাত কাঁদে
কাঁদে দুটি চোখ,
কারবালার ঐ ময়দানের কথা
মুসলিম জাতির শোক।
মুসলিম জাতির শোকের ছায়া
মহরমের দশ,
শোকের মাসে আমরা ভাই
করবো নাতো যশ।
পানি পানি করে মুসলমান
ফোরাত নদীর তীরে,
ছোট্ট শিশু আলী আজগর
কেঁদেছে অঝোরে।
নবীর নাতি কারবালাতে
হোসেন শহীদ হয়,
শত শহীদের রক্তে অর্জিত
ইসলাম ধর্মের জয়।
কারবালার করুণ কথা শুনে
কেঁপে ওঠে বুক,
ইসলাম ধর্মে বিজয় নিশান
জগৎতের বুকে উড়ুক।